আখেরি মোনাজাতে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব। দুপুর ১২টার মধ্যে শুরু হবে ইজতেমার আখেরি মোনাজাত। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইতোমধ্যে ঢল নেমেছে মুসল্লিদের।
বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। এ ধাপে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন।
সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন। যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত।