বাংলাদেশের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় হামুন। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে মিয়ানমারের জলবায়ু ও আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের আবহাওয়া দপ্তর।
সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি মিয়ানমার উপকূলে আঘাত হানবে না। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে চিন ও রাখাইন রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইয়ে যাবে। আর এ কারণে সেখানে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে বিশেষ করে রাখাইন রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈশ্বিক পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আগামী ১৯ ঘণ্টার মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এবং এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৪ কিলোমিটার থাকতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের আবহাওয়া দপ্তার।
এশিয়ান আবহাওয়া দপ্তরের বরাতে মিয়ানমারের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ক্যাটাগরি-১ হ্যারিকেনের সমান শক্তিশালী। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং দমকা হওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫৭ কিলোমিটার।