ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশন দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনার জন্য ৫ বছর মেয়াদী প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অর্জিত অভিজ্ঞতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। মেয়র বলেন, এবছর ডেঙ্গু সারা দেশে আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমানে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এর স্থায়ী সমাধানের জন্য কাজ করছি আমরা। এসময় তিনি অভিযোগ করেন, বারবার বলা হলেও স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগীদের এলাকাভিত্তিক তথ্য পাওয়া যাচ্ছে না। যদি নির্দিষ্ট করে এলাকাভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা দেয়া হতো তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া সম্ভব হতো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি