বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জেলা যুব উন্নয়ন অধিদফতরে এ দিবস পালন করা হয়। মন্ত্রী বলেন, দেশে যে ৬০% বেকার যুবক-যুবতী আছে এদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি কর্মসংস্থানের জন্য লোন দিতে পারি, সেই সাথে ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারি তাহলে আমাদের দেশ অনেক উন্নয়নের দিকে এগিয়ে যাবে। পরে, অনুষ্ঠান শেষে যুব কল্যাণ তহবিল হতে ৮ জনকে ৫ লক্ষ ৫০ হাজার টাকার যুবঋণ প্রদান করা হয়। এদিকে, নাটোর, চলনবিল, গজারিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় এক যোগে পালিত হচ্ছে যুব দিবস।
নিউজ ডেস্ক/বিজয়