যেসব বিএনপি নেতারা অপকর্মের সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল চট্টগ্রামের ডিসি হিলে নন্দন কানন বৌদ্ধ বিহার আয়োজিত কঠির চিবড় দান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের মধ্যে যারা অপকর্মে জড়িত, তাদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। পাশাপাশি যারা অন্য দলে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনোভাবে কমিটিতে রাখা হবে না বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাস্থবিরসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি