ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতের থানে মিউনিসিপাল কর্পোরেশনের বরাত দিয়ে এনডিটিভির একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
ভবন ধসের পরে স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী সেখানে উদ্ধার অভিযান শুরু করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি