প্রতিবছরের ন্যায় এবারো বাহারি সাজে সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গতকাল (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন থাকায় মেলায় দর্শনার্থী সমাগম ঘটেছে বেশ। তবে, এখনো ক্রেতা সমাগম ঘটেনি আশানুরুপ। শুক্রবার সকালের দিকে মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা একেবারে কম থাকলেও দুপুরের পর থেকে তা বাড়তে থাকে।
দূর-দূরান্ত থেকেও মেলায় ঘুরতে আসেন অনেকে। সহপাঠী ও পরিবার পরিজনদের সঙ্গে এসে ছবি, সেলফি তোলায় মগ্ন ছিল কেউ কেউ।
শুক্রবার থাকায় পরিবার পরিজনদের সঙ্গে মেলায় ঘুরতে এসে খুশি শিশুরাও। তবে, বেশিরভাগই এসেছেন মেলা উপভোগ করতে।
মেলায় ইলেকট্রনিক পণ্যের প্যাভিলিয়ন ও বিদেশি প্যাভিলিয়নগুলোকে ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও দিচ্ছেন নানা অফার।
এবার মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ৬০৫টি। বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান এবারের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি