1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ঈদে আসছে নতুন নোট, থাকবে শেখ মুজিবের ছবি - বিজয় টিভি
ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

ঈদে আসছে নতুন নোট, থাকবে শেখ মুজিবের ছবি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
ঈদে আসছে নতুন নোট, থাকবে শেখ মুজিবের ছবি

ঈদ উপলক্ষে নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯-২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে এই নোট। তবে এতে থাকছে না বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের স্বাক্ষর। এতে থাকবে শেখ মুজিবুর রহমানের ছবি। সংশ্লিষ্টরা জানান, নতুন ডিজাইনের নোট পেতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। যেখানে থাকবে না শেখ মুজিবের ছবি থাকবে জুলাই বিপ্লবের স্মারক ছবি।

ঈদ আসলেই বাড়ে নতুন টাকার চাহিদা। বিষয়টি মাথায় রেখে প্রতিবছর ঈদে নতুন নোটের জোগান বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দুই ঈদে দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে থাকে এবং সবারই আগ্রহ থাকে নতুন নোটের প্রতি। এজন্য বেশি পরিমাণ নোট ছাড়া হয় দুই ঈদকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম না। কিন্তু এবার আমাদের সার্কুলারে মাধ্যমে ইতোমধ্যে অবগত হয়েছেন এই মুহূর্তে ছাড়া হচ্ছে ৫, ২০ ও ৫০ টাকার নোট। এই তিন প্রকার ভাঙতি নোটের সংকট আছে।

ঈদ উপলক্ষে মোট ২১১ কোটি টাকার নতুন নোট বিনিময় করা হবে। এসব নোট ছাপানোর কাজ প্রক্রিয়াধীন থাকায় ডিজাইনে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, নতুন ডিজাইনের নোট আমরা মার্কেটে ছাড়বো এটি একটি নীতিগত সিদ্ধান্ত আছে। শুধু সিদ্ধান্ত না এটা বাস্তবায়নের ও প্রক্রিয়াধীন আছে কিন্তু এখন যে নোটগুলো ছাড়া হচ্ছে এগুলো যেহেতু প্রায় সমাপ্ত ছিল। তাই এই বিপুল পরিমাণ নোট তার কাগজ অপচয় করার মতো অবস্থায় বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে নেই। আর যদি নতুন ফরমেটে এসব নোট ছাড়তে হয় তখন সেটা কয়েক মাস সময়ের ব্যাপার।

নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান গভর্নর স্বাক্ষরে অচিরেই এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি। যেটা এখন চলমান রয়েছে। তবে এপ্রিল-মে তে যেসব নোট আসবে এখন যেমন শেখ মুজিবের ছবি আছে সেখানে ওই ছবি থাকবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.