1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী
ঢাকা বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

আমিনা মালিক পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি হোস্ট। সম্প্রতি সামা টিভির মর্নিং শো ‘সুবাহ কা সামা’-তে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় শেয়ার করেছেন। হোস্ট মাদেহা নকভির সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তিনবার গর্ভপাতের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

সাক্ষাৎকারে আমিনা বলেন, তার সাত মাস ও পাঁচ মাসের গর্ভের শিশুরা মৃত অবস্থায় জন্মেছিল এবং ২০২০ সালেও আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। তিনি বলেন, এই ক্ষতির আগে আমার একটি কন্যা সন্তান ছিল। এরপর আমি সিদ্ধান্ত নিই, আর সন্তান নেওয়ার চেষ্টা করব না।
সামাজিক চাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি এখন কেউ সন্তান নেওয়ার কথা বলে, আমি তাকে থাপ্পড় দেব।

এই দুঃখজনক অভিজ্ঞতার পর জন্ম নেওয়া তার ছোট কন্যা সন্তান তার জীবনের মানসিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয় বলে জানান আমিনা। বর্তমানে তিনি দুই কন্যা সন্তানের জননী এবং মাতৃত্বকে কেন্দ্র করে জীবন গড়ে তুলেছেন।

সাক্ষাৎকারে আমিনা শিশুদের প্রসেসড খাবার না খাওয়ানোর ব্যাপারে কড়া অবস্থান নেন। তিনি অতিথিদেরও বাড়ির তৈরি খাবার খাওয়ার আহ্বান জানান। তাঁর মতে, আমি মিথ্যাবাদী মানুষ সহ্য করতে পারি না। জীবনে আমি সব সময় সহজ ও সত্য সম্পর্ককে গুরুত্ব দিই।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে আমিনা বলেন, কেবল বন্ধু বা আত্মীয়দের ভরসায় না থেকে পেশাদার মানসিক পরামর্শ নেওয়া উচিত। তিনি আরও বলেন, মানসিক চাপ ও হতাশা গোপন না করে তা নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।

শিল্পী জীবনের পাশাপাশি আর্থিক নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিয়ে আমিনা সহকর্মী অভিনেত্রীদের উদ্দেশ্যে বলেন, অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করুন। পরিবারকে সমর্থন করেন এমন অভিনেত্রীদের জন্য প্রযোজকদের আরও সুযোগ করে দেওয়া উচিত। তিনি জানান, ভবিষ্যতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আমিনা মালিক পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি হোস্ট। তিনি মেরা দিল মেরা দুশমন, মায়ি রি, লাপাতা, খাস, বেবাক, সোতেলি মমতা, দেওয়ার-ই-শব ও মা সদকাসহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি এআরওয়াই ডিজিটাল-এর আলোচিত সিরিজ ‘শের’-এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.