চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিনের উদ্যোক্তা মেলা। অনলাইনে কেনা-বেচা করা নারী উদ্যোক্তাদের হরেক পণ্যের সমাহার বসেছে এ মেলায়।
গতকাল রোববার মেলাটির উদ্বোধন করা হয়। মেলায় ৩২টি স্টলে বিক্রেতারা হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, হোম মেইড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
প্রতিটি স্টলে ৫-২০ শতাংশ ছাড়ের পাশাপাশি ফ্রি ফটোগ্রাফি ও মেহেদী উৎসবের আয়োজনও রয়েছে।