1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনেয়ি
ঢাকা রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনেয়ি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান খামেনেয়ি

ইরান যেকোনো নতুন সামরিক হামলার কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত, বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে গত মাসে ১২ দিনের সংঘর্ষে যে পাল্টা আঘাত হানা হয়েছিল, ইরান তার চেয়েও বড় জবাব দিতে সক্ষম। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খামেনেয়ির ভাষণে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের কিছু “সংবেদনশীল কেন্দ্র” এবং প্রভাবশালী ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করে দেশটিকে দুর্বল করে তোলার চেষ্টায় মেতে উঠেছে।

তার কথায়, “আক্রমণকারীরা মনে করেছিল, বিশেষ ব্যক্তিবর্গ ও সংবেদনশীল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করতে পারবে। কিন্তু তাদের ধারণা ভুল ছিল” খামেনেয়ি দাবি করেন, “জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে রাজপথে নামিয়ে এনে এই ব্যবস্থাকে উৎখাত করা ছিল ওদের মূল লক্ষ্য।”

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসের দ্বিপক্ষীয় সংঘাতে ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যার বড় একটি অংশ ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হলেও তেহরান এই হামলাকে “প্রতিরক্ষামূলক ও বৈধ জবাব” বলে আখ্যা দিয়েছে।

খামেনেয়ির সর্বশেষ বক্তব্য থেকে স্পষ্ট যে, ইরান ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। তার ভাষণে উঠে এসেছে আত্মবিশ্বাস, প্রতিরোধের বার্তা এবং স্পষ্টতই এক ধরনের হুঁশিয়ারি। বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বকে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দেয়ার জন্যও গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এটি ইরানের অভ্যন্তরেও একটি মনোবল সৃষ্টির প্রচেষ্টা।

খামেনেয়ির ভাষণে এই মুহূর্তে ইরান যে স্বতন্ত্র ও “অদম্য প্রতিরোধ” নীতির ওপর অবস্থান করছে, তারও প্রতিফলন ঘটেছে। বিশেষত ইসরায়েলকে উদ্দেশ করে তার এই বার্তা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। খামেনেয়ির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এখনও তেল আবিব বা ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী

মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.