দিন যত গড়াচ্ছে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধ পরিস্থিতি ততই জটিল হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নসহ গোটা বিশ্ব যুদ্ধ বন্ধের আবেদন করলেও প্রতিদিন পরিস্থিতি আরো কঠিন হচ্ছে। বৃহস্পতিবার আর্মেনিয়ার সরকার এক বিবৃতিতে রাজধানীর অদূরে চারটি ড্রোন নিষ্ক্রিয় করার কথা জানায়।
ওই ড্রোনে আজারবাইজান বোমা পাঠিয়েছিল বলেও অভিযোগ করে তারা। থেমে থেমে দুই দেশের সীমান্তে চলছে গোলাগুলি। এদিকে, এক খবরে জানানো হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে ৪ সাংবাদিক আহত হয়েছেন।
তাদের মধ্যে দু’জন ফ্রান্সের ও দু’জন আর্মেনিয়ার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার থেকে শুরু হওয়া আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি