ফ্রান্সে মধ্যাকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্রান্সের তুর শহরের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়েছে, দুইজন যাত্রী নিয়ে প্রথমে একটি বিমান ভূপাতিত হয়। কিছুক্ষণের মধ্যেই তিন পর্যটক নিয়ে অন্য বিমানটি মাটিতে আছড়ে পড়লে তাতে আগুন ধরে যায়। ফান্সের এক সরকারি কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি।
মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি