ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা না করলে করোনাভাইরাস মহামারিতে আরও বহু মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন জো বাইডেন। ডেলাওয়ারে শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন এ সতর্কতার কথা উল্লেখ করেন।
ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু হলে বাইডেন শিবির বাজেট, গোয়েন্দা প্রতিবেদন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য পাওয়া শুরু করবে। তবে, এখনই তা শুরু করা না হলে ২০ জানুয়ারি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।
এদিকে, যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় নির্বাচনি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপি নিয়ে প্রেসিডেন্টের মতামতের বিরোধিতা করায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি