1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মা হতে চলেছেন, জানতেনই না অভিনেত্রী - বিজয় টিভি
ঢাকা রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

মা হতে চলেছেন, জানতেনই না অভিনেত্রী

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
মা হতে চলেছেন, জানতেনই না অভিনেত্রী

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। প্রথমবার যখন সন্তানের মা হন, তখন বুঝতেই পারেননি তিনি অন্তঃসত্ত্বা। এমনকি গর্ভে সন্তান নিয়েই শুটিং করছিলেন।

মারাঠি সিনেমা ‘আগা বাই আরেচা’র গান ‘ছম ছম করতা’র শুটিং করছিলেন সোনালি। সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানের জন্য সোনালির বাড়িতে যান নৃত্যপরিচালক ফারহা খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রাঁধতে রাঁধতে কথা বলছিলেন দু’জন। তখনই অভিনেত্রীর কণ্ঠে উঠে আসে সেই অভিজ্ঞতার গল্প।

ফারহা বলেন, ‘‘সোনালি, আমরা এক সঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। ‘আঁখো মে বসে হো তুম’ গানে আমরা এক সঙ্গে কাজ করেছিলাম। তার পরে ‘ডুপ্লিকেট’ ছবির গানেও এক সঙ্গে কাজ করি। মনে আছে, মারাঠি গান ‘ছম ছম করতা হ্যায়’ গানেও এক সঙ্গে কাজ করেছিলাম।” সঙ্গে সঙ্গে সোনালি বলেন, “ওই গানের শুটিং চলাকালীন আমি জানতামও না, আমি অন্তঃসত্ত্বা।”

সেই সময়ে নাকি সোনালির চেহারা ভারী দেখাত, দাবি ফারহার। নৃত্যপরিচালক ভেবেছিলেন, পাঞ্জাবি পরিবারে বিয়ের পরে সোনালি খুব খাওয়াদাওয়া করছেন। তাই ওজন বাড়ছে। কিন্তু চেহারা ভারী হওয়ার আসল কারণ ছিল, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন।

সোনালি বলেন, “ফারহা ভাবতেন, পাঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব খাওয়াদাওয়া করছি। পরে জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি।”

গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছিলেন সোনালি। কিন্তু ফারহার সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি তার।

সোনালির কথায়, “ফারহার সঙ্গে কাজ করা খুবই সহজ। সরোজজির (সরোজ খান) সঙ্গে কাজ করতে গিয়ে খুব চিন্তা হয়। ফারহার সঙ্গে তেমন হয় না। ফারহা বকুনি দিলেও দু’মিনিটের মধ্যে সব মিটে যায়।”

২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেছিলেন সোনালি। এরপর অভিনেত্রী একমাত্র পুত্রের জন্ম দেন ২০০৫ সালে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.