নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনও সিরিজ জয়ের স্বপ্নটা জেগেছিল প্রথম ম্যাচের জয়ের পর। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ম্যাচে জিতলেই ইতিহাস গড়তে পারতেন শান্তরা। তবে বাংলাদেশের স্বপ্নকে ভেঙ্গে বে ওভালের শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনল কিউইরা।
রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪.৪ ওভারে নিউ জিল্যান্ড ৯৫ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। খেলা আর মাঠ না গড়ানোয় বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। ১-১ ব্যবধানের সমতায় শেষ হলো সিরিজ।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন স্যান্টনার। সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা বাংলাদেশের শরিফুল ইসলাম।