বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে দর্শকদের শৃঙ্খলাভঙ্গের কারণে বাফুফেকে বড় অঙ্ক জরিমানা করেছে ফিফা।
গত বছরের ১৭ অক্টোবর ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের দুটি হোম ম্যাচে এমন ঘটনা ঘটে। কিংস অ্যারেনার গ্যালারিতে দর্শকদের শৃঙ্খলা ভঙ্গ, গ্যালারিতে স্মোক ফ্লেয়ার ব্যবহার এবং ম্যাচ চলাকালে ও শেষে নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে প্রবেশ করে ফুটবলাদের সাথে করমর্দন করায় ফিফা বাফুফেকে যথাক্রমে ১৪ হাজার ও ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে। এছাড়া এক ম্যাচে ৬ কার্ড পাওয়ায় ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা, যা বাংলাদেশের মুদ্রায় ৩৯ লাখ টাকার মতো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে, ভবিষ্যতে যেন আর্থিক জরিমানার সম্মুখীন না হতে হয়, এ ব্যাপারে দর্শকরা দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতি দর্শকদের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি।
এছাড়া সমর্থকদের গ্যালারিতে স্মোক ফ্লেয়ার ব্যবহার ও নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠের ভেতরে প্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সচেতনামূলক প্রচারণার পদক্ষেপ নেবে দেশের ফুটবল ফেডারেশন।