১১ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য ও সাইফ। বোলিংয়ে এসে প্রথম বল ওয়াইড করেন আকিল। পরের বল করেন নো। তাতে কোনো বল করার আগেই ৪ রান খরচ করেন এই স্পিনার। ফলে সমীকরণ দাড়ায় ৬ বলে ৬ রান। প্রথম বৈধ বলে এক রান নেন সৌম্য। দ্বিতীয় বল ডট খেললেও তৃতীয় বলে এক রান নেন সাইফ। চতুর্থ বলে আউট হন সৌম্য। নতুন ব্যাটার শান্ত এসে পঞ্চম বলে এক রানের বেশি নিতে পারেননি। এরপর আবার ওয়াইড দিলে শেষ বলে ৩ রান প্রয়োজন হয় বাংলাদেশের। তবে এক রান নিতে পেরেছেন সাইফ। প্রথমবার কোনো সুপার ওভার খেলে হারল বাংলাদেশ।
এর আগে মুস্তাফিজের করা সুপার ওভারের প্রথম বলে এক রান নেন হোপ। দ্বিতীয় বলে ক্যাচ দেন রাদারফোর্ড। প্রথম ৫ বলে ৬ রান খরচ করা ফিজ শেষ বলে বাউন্ডারি হজম করেন।