ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পেলো বাংলাদেশ। এই জয় দিয়ে হারের বৃত্ত থেকে বের হয়ে আসলো টাইগাররা।
শনিবার (১৮ অক্টোবর) প্রথমে ব্যাট করে ২০৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। জবাবে ক্যারিবীয়দের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০৮ রান। পরে ব্যাট করে টাইগার বোলারদের তোপে মাত্র ১৩৩ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।