কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আলবিসেলেস্তারা। সদ্য শেষ হওয়া ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জয়সহ বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি-আলভারেজরা। তাই ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।
ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালের সেরা হয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতল বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মনজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।
প্রথম হওয়া আর্জেন্টিনার ভোটিং পয়েন্ট ৫৭৯ । ৫৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো জয়ী স্পেন। এ ছাড়াও ৫৩২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ।
এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।
এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল
১.আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।
২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।
৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।
৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।
৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।
৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।
৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।
৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।
৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।
১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।