দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে টানা পঞ্চম জয়ের স্বাদ পেলো মুম্বাই ইন্ডিয়ান্স।
গতরাতে আবু ধাবিতে টুর্নামেন্টের ৩২তম ম্যাচে ৮ উইকেটে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে মুম্বাই । এই জয়ে ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসেরও। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই। সমানসংখ্যাক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে কলকাতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি