ইয়াসির আলির ব্যাটিং ও মুক্তার আলির বোলিং নৈপুন্যে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।
টুর্নামেন্টের ১২তম ও দিনের শেষ ম্যাচে মিনিস্টার রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে ঢাকা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান করে বেক্সিমকো ঢাকা। ইয়াসির ৩৯ বলে ৬৭ ও আকবর ২৩ বলে অপরাজিত ৪৫ রান করেন। জবাবে ৫ বল বাকী রেখে ১৫০ রানে গুটিয়ে যায় রাজশাহী।
প্রথম দু’ম্যাচ জয়ের পর হ্যাট্টিক হারের স্বাদ পেলো রাজশাহী। এই জয়ে ৫ খেলায় ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো ঢাকা। একই চিত্র রাজশাহীর। তবে রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে রাজশাহী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি