রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।রোববার (২১ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আদম আলী, মো.সাজ্জাদুল ইসলাম ও মো.আরিফ হাসান।
বিষয়টি নিশ্চিত করে ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.এরশাদুর রহমান বলেন, কয়েকজন লোক রায়েরবাজারের শাহআলী রোড এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আড়ও পড়ুন: রুপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।