1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
তিউনিসিয়ায় মন্ত্রী ও চার কর্মকর্তার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

তিউনিসিয়ায় মন্ত্রী ও চার কর্মকর্তার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
তিউনিসিয়ায় মন্ত্রী ও চার কর্মকর্তার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী আল-নাফতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

সম্প্রতি হওয়া এই সাক্ষাতের তথ্য জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, গত ২৬ ফ্রেবুয়ারি রাষ্ট্রদূত প্রথমে তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এরপর রাষ্ট্রদূত তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার)-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লিবিয়ায় কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের তিউনিসিয়ায় চিকিৎসা ও ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান। পাশাপাশি তারা তিউনিসিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া)-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, রাষ্ট্রদূত তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল-এর সঙ্গেও বৈঠক করেন এবং বাংলাদেশ দূতাবাসের ব্যাংকিং ও আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

পরবর্তীতে রাষ্ট্রদূত তিউনিসিয়ার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন তিউনিসিয়ান ইউনিয়ন অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস (ইউটিকা তিউনিসিয়া)-এর প্রেসিডেন্ট সামির মাজউল-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং টেক্সটাইল, অলিভ অয়েল ও খেজুরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ইউটিকার ভাইস প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আফ্রিকা ও এশিয়ায় উভয় দেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্র চিহ্নিতকরণ নিয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সফর আয়োজন এবং একটি ওয়ার্ক প্রোগ্রাম প্রণয়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল করার বিষয়ে একমত হন।

বৈঠকের শেষে রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫–এ অংশগ্রহণের জন্য ইউটিকা তিউনিসিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, তিউনিসিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিউনিসিয়া দেখভাল করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা

রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
অমিতাভের সহ-অভিনেতার রহস্যজনক মৃত্যু

অমিতাভের সহ-অভিনেতার রহস্যজনক মৃত্যু

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
নিহত স্বজনদের জন্য কাঁদছেন গাজার মানুষ

নিহত স্বজনদের জন্য কাঁদছেন গাজার মানুষ

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
২০২৭ সালে আসছে

২০২৭ সালে আসছে ‘এক্সট্র্যাকশন ৩’

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.