অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু, যিনি ‘ঝুন্ড’ সিনেমার জন্য পরিচিত, তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়েছে ভারতের নাগপুরের এক পরিত্যক্ত বাড়ি থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রিয়াংশুর মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্রিয়াংশু ও তার বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহু ৭ অক্টোবর রাতে মোটরবাইক নিয়ে এক পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলেন। সেখানে তারা মদ্যপান করেন এবং এক পর্যায়ে কথাকাটাকাটির পর হাতাহাতি শুরু হয়। পুলিশ জানায়, প্রিয়াংশু তার বন্ধু ধ্রুবের সঙ্গে ঝগড়ার পর মদের আসরে ঘুমিয়ে পড়েন। সেই সময় ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করেন।
অভিযুক্ত ধ্রুব তার সঙ্গীকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে চলে যান এবং স্থানীয়রা পরে প্রিয়াংশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সন্দেহ করছে, পূর্বশত্রুতা বা আর্থিক বিরোধই হত্যার কারণ হতে পারে।
পুলিশ আরও জানায়, ধ্রুব লাল বাহাদুর সাহুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি প্রিয়াংশুর সঙ্গে আর্থিক বিরোধে জড়িত ছিলেন। এছাড়া, প্রিয়াংশুর বিরুদ্ধেও কিছু ছোটখাটো অপরাধের অভিযোগ রয়েছে। এই ঘটনাটি তদন্তাধীন, তবে ইতিমধ্যে ধ্রুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রিয়াংশু ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন। সিনেমাটি ছিল সমাজকর্মী বিজয় বার্সের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল টিম গঠনের গল্প তুলে ধরা হয়েছিল।
এ ঘটনায় শোকের ছায়া নেমেছে বলিউড অঙ্গনে এবং প্রিয়াংশুর অকাল মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন সহকর্মীরা।