সীমিত পরীক্ষা সত্বেও দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও, সংক্রমণ রোধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্বের ধারণাটি বেশিরভাগ ক্ষেত্রেই মানছেন না রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষও।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর মতে, ভাইরাসে সংক্রমিত হওয়া বা অন্যকে সংক্রমিত করার ঝুঁকি কমিয়ে আনতে মানুষকে একে অন্যের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখা উচিত।
মহামারি চলাকালীন বিশ্বজুড়ে এটিই ছিল প্রমিত অনুশীলন। তবে কিছু দেশ যারা তাদের স্থানীয় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা এখন এ ধরনের পদক্ষেপগুলো ধীরে ধীরে শিথিল করে নিতে পারছে।
কর্তৃপক্ষ অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা জারি করলেও, এটি কার্যকরভাবে বাস্তবায়ন খুব কমই হয়েছে এবং লকডাউন প্রত্যাহার করার পর থেকে বেশিরভাগ মানুষই প্রায় স্বেচ্ছায় নির্দেশনা অমান্য করে চলেছে।
শনিবার ইউএনবির এক চিত্রগ্রাহকের ধারণ করা কিছু ছবিতে উঠে এসেছে এমনই সব চিত্র। সূত্র: ইউএনবি