ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় লাইছ উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সদরের নতুন বাজার কান্দাপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
অভিযুক্ত আজিজুল হক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, লাইছ উদ্দিন বাড়ির উঠানে বসে পুরাতন কার্টন পরিষ্কার করছিলেন। এ সময় আজিজুল হক তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা লাইছ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। কেন বা কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।