দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ঘোড়াঘাট ইউএনওর সরকারি ডাকবাংলোতে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি