ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (১০ মার্চ) মধ্য রাতে বাঘাডাংগা ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তিন পুরুষ ও আট নারী এবং চার শিশু রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর,বাগেরহাটকে ও ঢাকা জেলায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়রার সময় মহেশপুরের বাঘাডাংগা সীমান্ত এলাকার কাঞ্চনপুর ব্রিজের উপর থেকে তিন পুরুষ, চার নারী ও দুই শিশু এবং শ্রিনাতপুর সীমান্ত এলাকার লড়াইঘাট গ্রামের কুদ্দুস পার্কের সামনে থেকে চার নারী ও দুই শিশুকে আটক করে বিজিবি।
এর আগে রোববার (৭মার্চ) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক দালালসহ ছয়জনকে গ্রেফতার হয়।