1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বিজিবির কড়া প্রতিবাদ, সীমান্তে বসানো ক্যামেরা খুলে ফেলবে বিএসএফ - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বিজিবির কড়া প্রতিবাদ, সীমান্তে বসানো ক্যামেরা খুলে ফেলবে বিএসএফ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
বিজিবির কড়া প্রতিবাদ, সীমান্তে বসানো ক্যামেরা খুলে ফেলবে বিএসএফ
( ছবি: সংগৃহীত )

বিজিবির ‘অনড় অবস্থান’ ও জোরালো প্রতিবাদের মুখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আগামীকাল বুধবারের (১২ ফেব্রুয়ারি) মধ্যে সিসি ক্যামেরা খুলে ফেলা হবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বিএসএফ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী সীমান্তের ঝাকুয়াটারী জামে মসজিদের (জোড়া মসজিদ) কাছে বাংলাদেশ ভূখণ্ডে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বিএসএফ। কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রবিবার (১০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর কাছে শূন্য লাইন সংলগ্ন জোড়া মসজিদ নামক স্থানে ভারতের ৫ গজ অভ্যন্তরে ভারতীয় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে এলে বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। মঙ্গলবার বেলা ১১টায় জোড়া মসজিদের কাছে বাংলাদেশ ভূখণ্ডে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার অনিল কুমার।

বৈঠকের বরাতে বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ কমান্ডার জানান শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে তারা সিসি ক্যামেরাটি স্থাপন করেছে। তবে তাদের এই দাবির জোরালো প্রতিবাদ জানান বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। তিনি অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান এবং নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করেন।

বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিবি জানায়, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে আশ্বস্ত করেছেন। এ ছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএসএফ সিসি ক্যামেরা খুলে ফেলতে সম্মত হয়েছে। বুধবারের মধ্যে তারা ক্যামেরা খুলে ফেলবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে

টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে

শনিবার, ৫ জুলাই, ২০২৫
দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো এলপি গ্যাসের

বুধবার, ২ জুলাই, ২০২৫
বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা

বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা

বুধবার, ২ জুলাই, ২০২৫
থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.