গাড়ীতে করে কোথায় যাচ্ছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহেলি। পথে গাড়ী জ্যামে পড়ে। এমন সময় আনুশকা দেখতে পান পাশের গাড়ীতে থাকা ব্যক্তি রাস্তায় কলার খোসা ছুড়ে ফেলছেন। আর তাতেই ক্ষেপে যান এ বলিউড অভিনেত্রী।
আনুশকা গাড়ীর জানালাটা একটু নিচে নামালেন। পাশের গাড়ীর যাত্রীকে জিজ্ঞেস করলেন, ‘কেন আপনি এটা রাস্তায় ফেললেন?’ দুবার প্রশ্ন করার পরেও সুদত্তর না পেয়ে তাকে বলেন, ‘রাস্তায় কেন ময়লা ফেলবেন? এর জন্য তো ডাস্টবিন রয়েছে। সেখানে ফেলবেন।’
আর পুরো ঘটনাটি পাশ থেকে বসে ভিডিও করেছেন বিরাট কোহেলি। সেটি তিনি তার ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, ‘এদেরকে রাস্তায় নোংরা ছুড়ে ফেলতে দেখছিলাম। বিলাসবহুল গাড়িতে চাপে, আর এইটুকু বোধ নেই? এরা আমাদের দেশকে পরিষ্কার রাখতে পারবে? আপনিও রাস্তায় এমন কিছু দেখলে, এভাবেই প্রতিবাদ করবেন ও সচেতন করবেন।’
আনুশকার এ ঘটনায় যেমন প্রশংসা এসেছে, তেমনি অনেকে এ নিয়ে ট্রলও করেছেন। আর ট্রলকারীদের নিয়ে পাল্টা টুইট করেন বিরাট, ‘বহু মানুষের এভাবে প্রতিবাদ করার সাহস পর্যন্ত থাকে না। আর এগুলোকে মজা ভাবেন। এদের কাছে এখন সবই মিম বানানোর বিষয়। লজ্জা।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি