বাংলাদেশি বংশোদ্ভুত এক ব্রিটিশ নাগরিকের সাথে বিরোধের জেরে গত ২৭শে মে চট্টগ্রাম মহানগরী থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের সমর কৃষ্ণ চৌধুরীকে (৬৩) বোয়ালখালী থানা পুলিশ মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন সমর কৃষ্ণ চৌধুরীর পরিবার।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিেেযাগের কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমর কৃষ্ণ চৌধুরীর মেয়ে অলকা নন্দা চৌধুরী।
এসময় তিনি বলেন, তাদের গ্রামের প্রতিবেশী স্বপন দাশ ও তার ভাইপো লন্ডন প্রবাসী সঞ্জয় দাশের জমি নিয়ে বিরোধের জের ধরে বোয়ালখালী পুলিশ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তার দুই মেয়ে অলকা নন্দা চৌধুরী, তমালিকা চৌধুরী ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি