গ্যাস সংকটের কারণে ১৪ মাস বন্ধের পর আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২ শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। দেশের বিদ্যুৎ কেন্দ্র গুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিলে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। আশুগঞ্জ সার কারখান পুরো মাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এম এম সিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা মত গ্যাস না পাওয়ায় দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। সম্প্রতি চলতি বছরের ১৩ জুন আবারো কারখানার গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়।
বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মোঃ আলী আক্কাস জানান, গ্যাস সরবরাহ না থাকায় ১৪ মাস বন্ধের পর সোমবার উৎপাদন শুরু হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি