কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর পাড়ে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় ৬ কিশোর ছাত্র। এদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও লাশ হলো ৫ কিশোর। এরা সকলেই চকরিয়া গ্রামার স্কুলেরশিক্ষার্থী। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধার করেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থীরা শনিবার বিকালে দলবেঁধে মাতামুহুরী নদীর পাড়ে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে সন্ধ্যার আগ মুহুূর্তে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে তারা।এসময় ৬জন নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জামিল নামের ১৬ বছরের এক কিশোরকে মুর্মূষ অবস্থায় উদ্ধার করে। পরে বাকি ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হচ্ছে ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলামের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র সায়ীদ জাওয়াদ অরবি, কানু ভট্টচার্যের ছেলে ১০শ্রেণীর ছাত্র তূর্য ভট্টাচার্য এবং স্থানীয় চকরিয়া আনোয়ার শফিং কেমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের ২ সন্তান ১০ শ্রেণীর ছাত্র আমিনুল হোসাইন এমশান ও ৮শ্রেণীর ছাত্র মেহরাব হোসেন ও ১০ শ্রেণীর ছাত্র মোঃ ফারহান।
এদিকে, আজ সকালে নিহত ৪ কিশোর ছাত্রের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। নিহত কিশোরদের শেষ বারের মতো দেখতে ঢল নামে হাজার হাজার শোকাহত মানুষের ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি