1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
প্রথম পাঁচ দিনে অপারেটর বদলের আবেদন ১০ হাজার গ্রাহকের - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

প্রথম পাঁচ দিনে অপারেটর বদলের আবেদন ১০ হাজার গ্রাহকের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) বা মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সেবা চালু হওয়ার পর প্রথম পাঁচ দিনে আবেদন করেছে ১০ হাজার ১২২ জন গ্রাহক। এর মধ্যে সফল হয়েছে চার হাজার ১৮১ জন। আর আবেদন বাতিল হয়েছে পাঁচ হাজার ৮৬২ জন গ্রাহকের। প্রক্রিয়াধীন ৭৯টি আবেদন।

এমএনপি সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে পাওয়া তথ্য নিয়ে আজ মঙ্গলবার বিটিআরসির প্রকাশ করা এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি অপারেটর বদল করেছে গ্রামীণফোনের গ্রাহকরা। গ্রামীণফোনের চার হাজার ৬১৬ জন গ্রাহক অপারেটর বদলের আবেদন করেছে। এর মধ্যে সফল হয়েছে এক হাজার ৮৩৪ জন এবং বাতিল হয়েছে দুই হাজার ৭৮২টি আবেদন। গ্রামীণফোন থেকে সবচেয়ে বেশি গ্রাহক গিয়েছে রবি আজিয়াটায়। গ্রামীণফোন থেকে রবিতে মোট আবেদন এসেছে এক হাজার ৭৭০টি। এর মধ্যে সফল হয়েছে এক হাজার ৩৫৬টি এবং বাতিল হয়েছে ৪০৫টি আবেদন।

গ্রামীণফোন থেকে বাংলালিংকে মোট আবেদন করেছে এক হাজার ২৪১ জন। এর মধ্যে সফল হয়েছে ৪৫০টি এবং বাতিল হয়েছে ৭৯১টি আবেদন। গ্রামীণফোন থেকে টেলিটকে আবেদন করেছেন ৪৪ জন গ্রাহক। এর মধ্যে সফল হয়েছে ২৮ জন এবং বাতিল হয়েছে ১৬টি আবেদন।

সবচেয়ে কম অপারেটর বদল করেছে টেলিটকের গ্রাহকরা। পাঁচ দিনে ৭০৯ জন গ্রাহক অপারেটর বদলের জন্য আবেদন করেছে। এর মধ্যে সফল হয়েছে ১৩০ জন এবং বাতিল হয়েছে ৫৭৯টি আবেদন।

সবচেয়ে বেশি অপারেটর বদলের আবেদন পেয়েছে রবি। পাঁচ দিনে রবির কাছে মোট আবেদন এসেছে পাঁচ হাজার ৮৯১টি। এর মধ্যে সফল হয়েছে দুই হাজার ৩৪১টি এবং বাতিল হয়েছে তিন হাজার ৫৫০টি আবেদন।

রবিতে গ্রামীণফোন থেকে এসেছে এক হাজার ৩৫৬ জন গ্রাহক, বাধাগ্রস্ত হয়েছে এক হাজার ৯৭৫ জন। বাংলালিংক থেকে এসেছে ৯২৬ জন গ্রাহক, বাধাগ্রস্ত হয়েছে এক হাজার ২৫৩ জন। টেলিটক থেকে এসেছে ৮২ জন গ্রাহক, বাধাগ্রস্ত হয়েছে ৩২২ জন।

গত ১ অক্টোবর এ সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম চালু হয়। এমএনপি সেবার লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি এই সেবা দিচ্ছে। সেবা গ্রহণের জন্য একজন গ্রাহককে সিম প্রতিস্থাপনের ১০০ টাকা চার্জসহ ১৫৭ টাকা ৫০ পয়সা দিতে হচ্ছে। নিয়ম অনুসারে, অপারেটর বদল বা পোর্টিংয়ে সময় লাগবে সর্বোচ্চ ৭২ ঘণ্টা। একবার বদলের পর দ্বিতীয়বারও অপারেটর বদল করতে অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে।

ইনফোজিলিয়ন টেলিটেক বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এমএনপি সেবার পরিস্থিতি সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, ‘পর্যাপ্ত প্রচার না থাকায় এখন পর্যন্ত অনেক গ্রাহক এ সেবা সম্পর্কে জানেন না। সেবা শুরু হওয়ার পর আজ (মঙ্গলবার) পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন গড়ে দুই হাজার আবেদন এসেছে। এর মধ্যে পোর্টিং হয়েছে ৪৫ শতাংশ। আবেদন বাতিল হওয়ার শর্তগুলো নিয়ে বিটিআরসি কাজ করছে। আশা করছি, দ্রুত এ বিষয়ে সংশোধিত একটি নির্দেশনা জারি হবে।’ তিনি আরো বলেন, প্রতিদিনই এ সেবার চাহিদা বাড়ছে এবং সেবার মানও উন্নত হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবি

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবি

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
শুল্ক ছাড়েও চড়া চাল-আলু-পেঁয়াজের দাম

শুল্ক ছাড়েও চড়া চাল-আলু-পেঁয়াজের দাম

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমল

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
এলপিজির দাম কমালো বিইআরসি

এলপিজির দাম কমালো বিইআরসি

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের ভূমিধস বিজয়

ট্রাম্পের ভূমিধস বিজয়

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.