1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
টানা দশ বছর টাবুর সঙ্গে পরকীয়া চালিয়ে যান বিবাহিত নাগার্জুন - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

টানা দশ বছর টাবুর সঙ্গে পরকীয়া চালিয়ে যান বিবাহিত নাগার্জুন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে
টানা দশ বছর টাবুর সঙ্গে পরকীয়া চালিয়ে যান বিবাহিত নাগার্জুন

দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা।

এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দরাবাদেও পাড়ি জমিয়েছিলেন টাবু। প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষপর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে।

টাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান, নাগার্জুনের পক্ষেই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু। যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’-র শুটিংয়ের সময়ই নাকি নাগার্জুনের সঙ্গে টাবুরসম্পর্ক গড়ে ওঠে। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গেও টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

দিব্যা ভারতীর মৃত্যুর পর টাবু বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ। কিন্তু পরে টাবু মন দেন নাগার্জুনকেই। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন দুজন।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেন, ‘‘জীবনে অনেকেই এসেছে, আবার চলে গিয়েছে। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার খুব ভালো বন্ধু।’’

এদিকে, দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা। তবে টাবু হায়দরাবাদ থেকে মুম্বই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি।

অমলা বলেন, ‘‘টাবুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জীবনে খুবই সুখী। আমার সংসার আমার কাছে মন্দিরের মতো। আমি চাই না, এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক।’’

টাবু বর্তমানে একা থাকলেও নাগার্জুন অমলার সঙ্গেই বিবাহিত জীবনে আবদ্ধ। তবে আজও বলিপাড়ায় নাগার্জুন-টাবুর সেই অতীত প্রেম নিয়ে আলোচনা হয় নানা মহলে। কারণ প্রায় ৫০ বছরের এই অভিনেত্রী এখনও অবিবাহিতই থেকে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা

মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.