করোনা জয় করে জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র শুটিংয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি এই শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। অমিতাভের হাতে থাকা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা ‘ঝুন্ড’।
ছবিটির চিত্রনাট্য নির্মিত হয়েছে ফুটবল নিয়ে। ছবিটির গল্পে তুলে ধরা হবে ফুটবলার অখিলেশ পালের জীবনের নানান দিক। ছবিটি পরিচালনা করবেন মারাঠি পরিচালক নাগরাজ মঞ্জুলে। কিন্তু তার আগেই আইনী জটিলতার মুখে পড়েছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তেলেঙ্গানা হাইকোর্ট আসন্ন এই সিনেমাটিকে বিদেশে এবং অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির ব্যাপারে পুরোপুরি স্থগিতের নির্দেশ দিয়েছে। ছবিটির বিরুদ্ধে আবেদনকারীর দাবী ছবিটি কপিরাইট লঙ্ঘন করছে।
‘ঝুন্ড’ ছবিটিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন এনজিও সকার বস্তির প্রতিষ্ঠাতা ফুটবল কোচ বিজয় বার্সের ভূমিকায়। টি-সিরিজ, তন্দভ ফিল্মস এবং আটপট প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, রাজ হীরমঠ ও সাবিতা রাজ হীরমঠ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি