ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পর্দায় নিজেকে বারবারই তিনি ভিন্ন লুকে ধরা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নাম ‘ববস্টার ফিল্মস’। গড়ে তুলেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল। এবার সেই ইউটিউব চ্যানেলের জন্য পেলেন সিল্ভার প্লে বাটন।
চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’। গত বছরের জানুয়ারিতে ঘোষণা দেন, প্রতিষ্ঠানটি নিয়ে ইউটিউবে মনোযোগী হতে চান তিনি।
গত বছরের জানুয়ারিতে এ নায়িকা তার প্রযোজিত ‘বিজলী’ ছবির গান ইউটিউবে প্রকাশ করেন। এরপর নিয়মিত এটি ছাড়াও ‘নোলক’ ছবির বিভিন্ন কন্টেন্ট চ্যানেলটিতে প্রকাশ করেছেন। পাশাপাশি তার ফটোশুটের ভিডিও এখানে রয়েছে।