দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছর একাধিক বাংলা সিনেমা মুক্তি পায় ওপার বাংলায়। কিন্তু এবার বাংলা সিনেমা নিয়ে যে রেষারেষি শুরু হয়েছে, তা আগে কখনো চোখে পড়েনি। এ বছর বিগ বাজেটের চারটি সিনেমার মধ্যে শো পাওয়া নিয়ে একদিকে বিতর্ক তৈরি হয়েছে, অন্যদিকে কোন সিনেমা কতটা সাফল্য পেল―এ নিয়ে চলছে নানা চর্চা ও বিতর্ক।
এ বিতর্কের মধ্যে কখনো দেখা যায়নি টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম তারকা জিৎকে। কখনো কোনো বিতর্কে জড়াতে দেখা যায় না তাকে। হোক তা ব্যক্তিগত কিংবা পেশাগত ক্ষেত্রে, সবসময় বিতর্ক থেকে দূরে থেকেছেন তিনি। কিন্তু এবার একটি পোস্ট দেয়ার পর, তা নিয়ে আপনাআপনিই শুরু হয়েছে বিতর্ক।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক্স হ্যান্ডেলে জিৎ লিখেছেন, আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।’ তার মাত্র এই দুটি লাইন নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।
অনেকেই মনে করছেন, সিনেমা নিয়ে রেষারেষি থামানোর জন্য এই বার্তা দিয়েছেন জিৎ। আবার কেউ কেউ প্রশ্ন করেছেন, কখনোই কোনো সমস্যায় এগিয়ে আসতে দেখা যায়নি তাকে। তাহলে এখন কেন হঠাৎ করে এ বার্তা দিলেন তিনি?
টালি তারকার পোস্টে একজন মন্তব্য করেছেন, এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একদম কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখনই পোস্ট করলেন। আবার একজন মন্তব্য করেছেন, রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? তিনি তো সবসময় সাপোর্ট করে আপনাকে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি নিয়ে নানা মন্তব্য ধেয়ে আসলেও একদমই নিশ্চুপ অভিনেতা জিৎ। তবে প্রশ্ন থেকে যায়, কেন এই পোস্ট করলেন জিৎ এবং কার পাশে দাঁড়ানোর জন্য কথা বললেন তিনি। অনেকের ধারণা, অভিনেতা প্রসেনজিতের হয়ে কথা বলেছেন জিৎ, আবার কেউ ভাবছেন- দেবের হয়ে মুখ খুলেছেন।
প্রসঙ্গত, আসন্ন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় দেখা যায় জিৎকে। চলতি মাস থেকেই শুটিং শুরু হবে এর। কলকাতাসহ ঝাড়খন্ড, বিহার চত্বরে এর কাজ হবে। এরইমধ্যে সিনেমাটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুতের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন জিৎ।