রোহিঙ্গা সমস্যা সমাধানে সব দেশকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল বিকেলে ঢাকার দোহারে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শুধু মানবিক কারনে রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বেরই সমস্যা হয়ে দাড়িয়েছে। অচিরে এর সমাধান না হলে শুধু বাংলাদেশই নয় পুরো রিজিয়ন্ট টেরোরিস্টের আড্ডায় পরিনত হয়ে যেতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, র্যাব-১১ ক্যাম্প কমান্ডার এ এস পি মোঃ এনায়েতুল্লাহ মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি