নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুযায়ী, অধর্ম আর অন্যায়-অনাচারের বিরুদ্ধে লড়তে এইদিন পৃথিবীতে আসেন, ভগবান শ্রীকৃষ্ণ। শিষ্টের পালন ও দুষ্টের দমনই ছিল যার ব্রত।
কুষ্টিয়ার কুমারখালিতে মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্ঠমী উৎসব। কুমারখালি পুঁজা উদযাপন পরিষদের আয়োজনে সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া চত্ত্বর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জন্মাষ্ঠমী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালিবাড়ী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সারাদেশের মতো আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মামাষ্টমী পালিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর শ্রীকৃষ্ণ জয় দুর্গা সেবা সংঘের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলার সামনে গিয়ে শেষ হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি