ঢালিউড চিত্রনায়িকা পরীমণিকে বনানী থানায় নিয়ে এসেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মামলা দায়ের শেষে পরীমণিকে আজই আদালতে পাঠানো হবে।
আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র্যাব সদর দফতর থেকে তাকে নিয়ে আসা হয়। এর আগে সংবাদ সম্মেলন শেষে বিকেল ৫টার পর একটি মাইক্রোবাসে করে পরীমণিসহ ৪ জনকে নিয়ে বনানী থানার উদ্দেশে রওনা হয়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, র্যাব সদস্যরা পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা দায়ের শেষে পরীমণিকে আজই কোর্টে পাঠানো হবে।
তিনি আরও জানান, গতকালের অভিযান পরীমণির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও প্রযোজক রাজের বাসা থেকে আটক সবুজ আলীকেও থানায় হস্তান্তর করা হয়েছে।