চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার চাঞ্চল্যকর শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক(৫৫)’কে আটক করেছে র্যাব।
কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি মোজাম্মেল হক বাঁশখালী থানার চাম্বুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। আজ (সোমবার) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-০৭।
র্যাবের সহকারি পুলিশ অফিসার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব আসামি মোজাম্মেল হকের আত্নীয়ের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল ধর্ষণের বিষয়টি স্বীকার করে ।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাঁশখালী থানাধীন চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হলে ভিক্টিমের পিতা বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক(৫৫) এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
আসামিকে বাঁশখালী থানায় পাঠানো হয়েছে বলেও জানান মো. মাহমুদুল হাসান মামুন।