বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কমার প্রভাব পড়ছে দেশের বাজারেও। খোলা ও প্যাকেটজাত; দুই ধরনের চিনির দামই কমানোর সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা। এর মধ্যে প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকা দরে। এতদিন এ দর ছিল ১২৫ টাকা। একইসঙ্গে খোলা চিনির দর ১২০ টাকা থেকে কমে হচ্ছে ১১৮ টাকা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।