প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে করোনার কারণে কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ ১৫টি উপজেলার ১ লাখ ৮০ হাজার মানুষ এ সুবিধা পাবেন।
এরই অংশ হিসেবে আজ কয়েকজন সুবিধা ভোগীদের হাতে এ টাকা তুলে দেয়া হয়। ভিডিও কনফারেন্স চলাকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি