মুক্তির মাত্র দুই সপ্তাহেই বক্স অফিসে চমক দেখিয়েছে দক্ষিণ ভারতের সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। ঋষভ শেঠি পরিচালিত এই পৌরাণিক অ্যাকশনধর্মী ছবিটি ইতোমধ্যেই ৫০০ কোটির ঘর পেরিয়েছে।
স্যাকনিলকের তথ্য অনুযায়ী, তৃতীয় সপ্তাহেও ছবিটি আয় ধরে রেখেছে শক্ত অবস্থানে। মুক্তির ১৫তম দিনে ছবির আয় ছিল ৮.৮৫ কোটি রুপি, ১৬তম দিনে একই অঙ্ক, আর ১৭তম দিনে (শনিবার) বেড়ে দাঁড়ায় প্রায় ১২.৫০ কোটি রুপিতে। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৫০৬ কোটিরও বেশি। বিশ্লেষকদের ধারণা, দীপাবলির সময় আয় আরও বাড়বে।
২০২২ সালের সুপারহিট ‘কান্তারা: আ লিজেন্ড’-এর আগের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমা। হোম্বলে ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া। এতে ঋষভ শেঠিরর পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম ও গুলশান দেব্যায়া। নির্মাতাদের দাবি, বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যেই ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে।
এদিকে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল অভিনীত হরর কমেডি ‘থাম্মা’। বিশ্লেষকদের মতে, ছবিটি ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর সঙ্গে বক্স অফিসে টক্কর দিতে পারে।