মাত্র ১১ দিনের ব্যবধানে ভার্চুয়াল মুদ্রা বিট কয়েনের দাম বেড়েছে ৮ হাজার ডলার বা ৬ লাখ ৮০ টাকা। বর্তমানে এক বিট কয়েনের দাম ২৮ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৮০ হাজার টাকা।
সংবাদ সংস্থা সিএনএন’র এক খবরে বলা হয়, সম্পদের হিসেবে এটি ভিসা, মাস্টারকার্ড, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে বলে ধরে নেয়া হচ্ছে।
এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিট কয়েনের দাম ২০ হাজার ডলারে উঠা-নামা করছিল।
২৫ সেপ্টেম্বর রেকর্ড পতনে মুদ্রাটির দাম ১১ হাজার ডলারের নিচে নেমে আসে। চলতি বছরের শুরুর দিকে মুদ্রাটির দাম ছিল ১ হাজার ডলারের মতো। তারপর থেকেই এর মূল্য বাড়তে থাকে।