আজ থেকে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা কমেছে। বর্তমানে, ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের সর্বোচ্চ দাম পড়বে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা।
গতকাল দিবাগত রাতে, বাংলাদেশ জুয়েলারি সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে এই মূল্যেই স্বর্ণ বিক্রি করতে হবে।