শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী কান্দাপাড়া গ্রামে প্রথমবারের মতো ৫০ শতাংশ জমিতে চাষ করা হয়েছে সিডলেস লেবু।
কান্দাপাড়া গ্রামের কৃষক স্বপন মিয়া প্রথমবারেই বাজারে ১ লাখ টাকার বীজবিহীন লেবু বিক্রি করেছেন। তার দেখাদেখি অন্য চাষীরাও কলম সংগ্রহ করে এ জাতের লেবুর আবাদ শুরু করেছেন।
উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান, এবার নকলা উপজেলার ৩৫ হেক্টর জমিতে এ জাতীয় লেবুর চাষ হয়েছে। অল্প খরচে বীজবিহীন ও রসে ভরপুর লেবুর বাজারে মূল্য বেশি থাকায় এ গ্রামসহ অন্যান্য গ্রামের চাষীরাও এ ধরণের লেবু চাষে আগ্রহ দেখাচ্ছেন। পাশাপাশি এসব জমিতে কাজ করে অনেকেই হয়েছেন স্বচ্ছল।