চট্টগ্রাম নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে’র ভর্তুকি-মূল্যে বেশকিছু নিত্য-প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
স্বস্পমূল্যে পছন্দের নিত্যপণ্য পেয়ে খুশি ক্রেতারাও।
টিসিবি কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের আওতায় ভোক্তাদের কাছে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজসহ নানা নিত্যপণ্য বিক্রয় করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বিশেষ কার্যক্রম গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।
অন্যদিকে, রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত আরও ১শ ট্রাক বাড়িয়ে ৫শ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। সেখানে তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেঁজুর বিক্রি করা হবে।